নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর রিজভী (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের শাহী মসজিদের পেছনের বালুর মাঠে খেলতে গিয়ে পাশের মেঘনার শাখা নদীতে পড়ে যায় রিজভী। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়, তবে তাকে খুঁজে পায়নি।
নিহত রিজভী দুধঘাটা এলাকার সৌদি প্রবাসী রিপন মিয়ার ছেলে। সে মায়ের সঙ্গে ঝাউচরে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পুনরায় খোঁজ শুরু করলে আষাড়িয়ারচর ব্রিজের নিচে ভাসমান অবস্থায় শিশুর লাশ পাওয়া যায়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ইন্সপেক্টর মাহাবুবুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমাদের কেউ অবগত করেনি। অভিযোগ না থাকলে স্থানীয়ভাবে দাফন করা যেতে পারে, আমরা লিখিত অনুমতি দিয়ে দেব।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা শওকত কবির চৌধুরী জানান, “সম্ভবত নদীর স্রোতে ভেসে শিশুটি দূরে চলে যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে।”
লাশ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে, স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।



