নিউজ সোনারগাঁ: সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সোনারগাঁও থানার এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম সংগীয় ফোর্সসহ চেকপোস্ট এলাকায় দায়িত্ব পালনকালে কুমিল্লাগামী “মিয়ামি” পরিবহনের একটি বাসকে থামায়। এসময় বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে নারী কনস্টেবলের সহায়তায় সন্দেহভাজন নারী যাত্রীকে আটক করা হয়।
আটককৃতের নাম লামিয়া আক্তার (২২), পিতা ওসমান গনি, গ্রাম দাররা, থানা মুরাদনগর, জেলা কুমিল্লা। দেহ তল্লাশিতে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটক লামিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (৮ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



