নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গলাচিপা তিন রাস্তার মোড়ে এক অজ্ঞাতনামা যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার সকালে তাঁকে গুরুতর জখমের চিহ্নসহ পড়ে থাকতে দেখা যায়।
উদ্ধারের সময় যুবকের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল এবং তিনি নিজের নাম-ঠিকানা কিছুই জানাতে পারছিলেন না। স্থানীয়রা বিষয়টি তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র জানিয়েছে, কেউ যদি ওই যুবককে চিনে থাকেন বা তার পরিবারের খোঁজ জানেন, তবে দ্রুত তদন্ত কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।



