নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম :
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে সোনারগাঁ থেকে মনোনয়ন প্রত্যাশী তিন রাজনীতিবিদ।
শুক্রবার পৌর এলাকার গোয়ালদী গ্রামে বাহাউল হকের সাথে তার বাসভবনে সাক্ষাৎ করেন তারা। এসময় তাদের মধ্যে সোনারগাঁয়ের রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাতে অংশ নেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম, জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় জামায়াতের শূরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূইঁয়া ও বাংলাদেশ নাগরিক পার্টি(এনসিপি)র কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমন্বয়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী মোহাম্মদ তুহিন মাহমুদ।
এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রার্থীদের উদ্দেশ্যে সাবেক সাংসদ বাহাউল হক বলেন, সোনারগাঁয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় সোনারগাঁবাসীর পাশে থেকে এখানকার সকল রাজনীতিবিদদের কাজ করতে হবে।
এর আগে তিন দলের তিন মনোনয়ন প্রত্যাশী গোয়ালদী জামে মসজিদে জুম্মার নামাজের আগে উপস্থিত মুসল্লীদের কাছে দোয়া প্রার্থনা করেন।



