নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারণায় লিফলেট বিতরণ করেছে সোনারগাঁ উপজেলা ওলামা দল।
শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় পঞ্চমীঘাট বাজার এলাকায় দোকান, যানবাহন ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মুজ্জামেল হকের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আল আমিন, নাসির উদ্দিন, মাওলানা দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন মোল্লা, হাফেজ মাওলানা মাসুদুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা বিল্লাল হোসেন, মাওলানা শফিউদ্দিন, মাওলানা মোহাম্মদ আলী, মুফতি জমিম উদ্দিন, মাওলানা রুহুল আমিন, মাওলানা রমজান ও মাওলানা নাইমসহ স্থানীয় শতশত নেতাকর্মী।
বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং এ বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাও করেন।



