নিউজ সোনারগাঁ: সোনারগাঁয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা ও সফল যুব সংগঠন এবং যুব ঋণপ্রাপ্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফরজানা রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদ ভূঁইয়া।
বক্তারা দেশের সার্বিক উন্নয়নে যুব সমাজের গুরুত্ব তুলে ধরে আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও সরকারি নানা সহায়তা কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে সফল যুব সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং নির্বাচিত যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, যুবদের দক্ষ করে গড়ে তোলা এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



