নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ- বন্দর অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন।
সকাল ৮টার দিকে কাঁচপুর থেকে মদনপুর হয়ে মোগড়াপাড়া চৌরাস্তা পর্যন্ত উভয় লেনে গাড়ির গতি থমকে যায়। একই সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ অংশেও যানজট দেখা দেয়। কাঁচপুর হাইওয়ে পুলিশের মতে, সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে।
ভুক্তভোগী যাত্রী আলী হোসেন মাহমুদ জানান, কাঁচপুর থেকে লাঙ্গলবন্দ যেতে তার দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে। আরেক যাত্রী সাদ্দাম মিয়া জনি বলেন, “মোগড়াপাড়া যাওয়ার জন্য রওনা দিয়েছি, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা কাঁচপুরেই আটকে আছি।”
পান ব্যবসায়ী জব্বার মিয়া জানান, তারাবো থেকে কাঁচপুর আসতে যেখানে সাধারণত ১৫-২০ মিনিট লাগে, আজ সেখানে লেগেছে দেড় ঘণ্টা।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, “গত তিন দিন ধরে সড়ক সংস্কারের বিষয়ে সড়ক বিভাগের সঙ্গে যোগাযোগ করলেও এখনো কাজ শুরু হয়নি। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও ঢাকা-সিলেট মহাসড়কে যানজট রয়ে গেছে।”



