নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
১৪ আগস্ট বুধবার প্রেমেবাজার এলাকায় দোকান, গাড়ি ও স্থানীয় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুলতান আল মামুন, বিএনপি নেতা লুৎফর রহমান, যুবদল নেতা এডভোকেট মাহমুদুল হাসান রঞ্জু, জামপুর ইউপির যুব বিষয়ক সম্পাদক আমিনুল মোল্লা শান্ত, ছাত্রনেতা সালমান, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিমসহ সনমান্দি ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আল মুজাহিদ মল্লিক বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা কাজ করছি। সোনারগাঁ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিভিন্ন এলাকা থেকে ব্যাপক সাড়া পেয়েছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে প্রথমেই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করব। প্রতিটি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাই।”



