নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা বিএনপি, সোনারগাঁও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, সহ-সভাপতি মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম বিডিআর, তাইজুল ইসলাম সরকার, আলী আজগর, মজিদ খান, পীর মোহাম্মদ পীরু, ডা. মিজানুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি সাঈদ, জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, সাফির উদ্দিন মজনু, আব্দুর রউফ, সানোয়ার, জয়নাল মেম্বার, শফিকুল ইসলাম, মোশাররফ মেম্বার, রহমান সরকার, আলমগীর মেম্বার, শহীদ সরকার, আবু বক্কর সিদ্দীক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির ৩নং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন, দপ্তর সম্পাদক ফজল হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী ও মো. কাউসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল ও আবু মোরশেদ মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জুয়েল, উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক ফজলু মেম্বার এবং উপজেলা মহিলা দলের নেত্রী সালমা আক্তার কাজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর নেতৃত্বের জন্য বিশেষ মোনাজাত করা হয়।



