নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় টানা বর্ষণে বেড়িবাঁধের ভেতরের অন্তত ১০টি গ্রামে সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যা। এতে প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, সাদিপুর ইউনিয়নের ভারগাঁও, বাটপাড়া, কাজিপাড়া, দরগাবাড়ী, খিদিরপুরসহ কয়েকটি গ্রামে রাস্তা-ঘাট, বসতবাড়ি ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ঘরে ঘরে পানি ঢুকে পড়ায় অনেক পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ হয়ে গেছে কোমলমতি শিক্ষার্থীদের।
এদিকে বৃষ্টির পানির সঙ্গে শিল্পকারখানার বর্জ্য মিশে পানি দূষিত হয়ে পড়েছে। ফলে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ ও বিশুদ্ধ পানির সংকট। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্থানীয়রা অভিযোগ করে জানান, পানি নিষ্কাশনের খালগুলো বেদখল ও ভরাট হয়ে যাওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে এমন পরিস্থিতি তৈরি হয়।
বারগাঁও চৌধুরীপাড়ার বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, “প্রতি বছর বর্ষা আসলেই আমরা পানিবন্দি হয়ে পড়ি। ঘর থেকে বের হতে না পারায় দরিদ্র পরিবারগুলো চরম খাদ্য সংকটে ভুগছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান জানান, পানি নিষ্কাশনের জন্য তিনটি পাম্প থাকলেও দুটি অচল হয়ে পড়ায় পানি জমে দুর্ভোগ তৈরি হয়েছে। তিনি বলেন, “দ্রুত নতুন পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পানিবন্দি দরিদ্র পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।”



