নিউজ সোনানগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্ট থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সোনারগাঁ থানার এসআই (নিঃ) মো. ছারোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশির সময় কুমিল্লা থেকে ঢাকাগামী “স্টার লাইন” পরিবহনের (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫-১৯৫৬) একটি বাসকে থামানোর সংকেত দেওয়া হয়। এসময় বাস থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলো—
১. মো. রফিক (২৭) নয়াপাড়া গ্রামের টেকনাফ থানার কক্সবাজার জেলার মো: আবু সিদ্দিকের ছেলে। ও মো. আব্দুল্লাহ (২৭) নয়াপাড়া গ্রামের টেকনাফ থানার কক্সবাজার জেলার মো: হাসেম আলীর ছেলে।
তল্লাশিতে মো. রফিকের কাছ থেকে ১ হাজার পিস এবং মো. আব্দুল্লাহর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশের ভাষ্যমতে, মোট ১ হাজার ৫০০ পিস ইয়াবা নিজের হেফাজতে রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।



