নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আরিফ হোসেন (২৭) কে আটক করেছে র্যাব-১০ ও র্যাব-১১।
আটক আসামি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার লস্করদী এলাকার মো. সানাউল্লাহ মিয়ার ছেলে।
র্যাব জানায়, মুন্সীগঞ্জের বিজ্ঞ আদালত গজারিয়া থানার মামলা নং ১৪(০৩)১১ এর রায়ে পেনাল কোড ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় আরিফ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের বারদী বাজার এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পরে আটক আসামিকে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।



