নিউজ সোনারগাঁ : সোনারগাঁও পৌরসভার বাসিন্দা সেলিম মিয়া গত বছরের জুলাই আন্দোলনে অংশ নিয়ে পায়ে গুরুতর আহত হন। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার চিকিৎসা ও পরিবারের সহায়তায় পাশে দাঁড়িয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
বুধবার (২০ আগস্ট) বিকেলে আল মুজাহিদ মল্লিক আহত সেলিম মিয়ার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এসময় সেলিম মিয়া বলেন, “গত বছর জুলাই আন্দোলনে আহত হওয়ার পর থেকে চিকিৎসাধীন আছি। আজ আল মুজাহিদ মল্লিক ভাই আমার খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছেন। এজন্য আমি আন্তরিকভাবে তাঁর জন্য দোয়া করি।”
আল মুজাহিদ মল্লিক বলেন, “জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের প্রতি সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসা উচিত। সেলিম মিয়া আন্দোলনে অংশ নিয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁর পরিবারের দেখভালের মতো আর কেউ নেই—বিষয়টি জানার পর আমি তাঁর চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”



