নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নির্বাচন বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুর রব বলেন, “ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশে দোসর রেখে গেছেন। নির্বাচনের সমতল মাঠ তৈরি করতে হবে, জনগণের কাছে বারবার গিয়ে প্রার্থীকে পরিচিত করতে হবে এবং প্রতিটি কেন্দ্রে শক্তিশালী এজেন্ট টিম গঠন করতে হবে।”
বিশেষ অতিথি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, “আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী বিরোধী নয়, দেশের এক নম্বর দল হিসেবে জনগণের ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।”
জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও সোনারগাঁও আসনের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া নির্বাচনী তৎপরতা বাড়াতে তৃণমূল পর্যায়ে কমিটি শক্তিশালীকরণ, গণসংযোগ ও ভোটার ক্যাম্পেইনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সোনারগাঁওয়ের ১১ ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারি, কেন্দ্র কমিটির দায়িত্বশীলসহ কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



