নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ (তিথি) বদলি জনিত কারণে সোনারগাঁ থেকে বিদায় নিয়েছেন। এ উপলক্ষে রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। বিদায়ী স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সবাই শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসায় সিক্ত করেন।
সবার প্রতি আন্তরিকতা, মানবিক আচরণ ও সহজ-সরল ব্যক্তিত্বের কারণে অল্প সময়েই তিনি সহকর্মী ও স্থানীয়দের কাছে আপন হয়ে উঠেছিলেন। বক্তারা বলেন, “ম্যাডাম একজন ব্যক্তিত্ববান, মানবিক ও সাদা মনের মানুষ ছিলেন। তাঁর অনুপস্থিতি আমরা গভীরভাবে অনুভব করব।”
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সোনারগাঁ শাখার পক্ষ থেকেও বিদায়ী স্বাস্থ্য কর্মকর্তার প্রতি ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সকলের উদ্দেশ্যে ডা. শারমিন আহমেদ বলেন, “সোনারগাঁয়ের মানুষের ভালোবাসা আমি সারাজীবন মনে রাখব। এই ভালোবাসাই আমার মূল প্রাপ্তি।



