নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য মামলার মোট ৯ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খান।
তিনি জানান, এর আগে রবিবার (২৪ আগস্ট) রাতে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত এবং অন্যান্য মামলার ৩ জন আসামি রয়েছেন।
গ্রেফতারের পর যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে তাদের নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খান বলেন, “অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



