নিউজ সোনারগাঁ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে মেঘনা পর্যন্ত দীর্ঘ যানজট গভীর রাত থেকে অব্যাহত রয়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশ জানায়, সোমবার (২৫ আগস্ট) রাতে দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। এর পাশাপাশি কয়েকজন ট্রাকচালক মহাসড়কে ট্রাক দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়েন। ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
এ কারণে শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কই নয়, সংলগ্ন সড়কগুলোতেও প্রভাব পড়েছে। যাত্রাবাড়ি থেকে তারাবো এবং বনশ্রী থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত সড়কগুলো স্থবির হয়ে পড়েছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সোহাগ পরিবহনের শিমরাইল কাউন্টারের ম্যানেজার মনির হোসেন জানান, ভোর সাড়ে পাঁচটায় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি গাড়ি সকাল ১০টা বেজে গেলেও শিমরাইলে পৌঁছাতে পারেনি।
কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই জুলহাস উদ্দিন বলেন, দুর্ঘটনার কারণে সৃষ্ট যানজট মোকাবিলায় পুলিশ কাজ করছে। ট্রাকচালকদের ঘুম থেকে জাগিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ইতিমধ্যে ধীরে ধীরে গাড়ি চলাচল শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।



