নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খানের নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ নুর হোসেন মোল্লা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লাহাপাড়া এলাকায় জনৈক মাসুমের মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে ওই এলাকায় অবস্থানকালে পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার পরিচয় পাওয়া যায়— তার নাম মোঃ আমিনুল (৩২), পিতা- মোঃ বাবুল হোসেন, মাতা- সুফিয়া বেগম, সাং- পশ্চিম সনমান্দি (ফেলু বেপারীর বাড়ি), ৫নং ওয়ার্ড, ইউনিয়ন- সনমান্দি, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।
আটক আমিনুলের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।



