নিউজ সোনারগাঁ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিকের নির্দেশনায় উপজেলা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় দোকান, গাড়ি ও স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন— জামপুর ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ড সভাপতি শরিফুজ্জামান ভুঁইয়া শাহিন, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আল আমিন, জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল আজিজ, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রোকন ভুঁইয়া, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কাউছার হামিদ, যুবদল নেতা সুমন, যুবদল নেতা রাজিব, ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনির হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে সোনারগাঁ উপজেলা যুবদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। আল মুজাহিদ মল্লিকের নির্দেশনায় যুবদলকে আরও সুসংগঠিত করা হচ্ছে। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।”



