নিউজ সোনারগাঁ: জাতীয় যুব শক্তি এর (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ বলেছেন, “সোনারগাঁয়ের রাজনীতিবিদরা জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে বরাবরই ব্যর্থ হয়েছি।”
বৃহস্পতিবার সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জকে একত্র করে নারায়ণগঞ্জ-৩ আসন ঘোষণার পর তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এ প্রতিক্রিয়া জানান।
তুহিন মাহমুদ আরও বলেন, “আমরা সোনারগাঁয়ের রাজনীতিবিদরা জনগণের জন্য কাজ করতে ব্যর্থ হয়েছি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো—নির্বাচন কমিশন এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত নিলো কার স্বার্থে? কারা কী যুক্তি দেখিয়ে কমিশনকে প্রভাবিত করলো? যারা এ অন্যায়ের পেছনে ছিল, তারা নিঃসন্দেহে সোনারগাঁয়ের কল্যাণ চায় না।”
তিনি অভিযোগ করে বলেন, অতীতেও জনগণের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছেন স্থানীয় নেতারা। আজও সেই ব্যর্থতার করুণ পুনরাবৃত্তি ঘটলো।
তবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “খুব শীঘ্রই জনগণ এমন নেতৃত্ব বেছে নেবে, যারা আমাদের মর্যাদাপূর্ণ সোনারগাঁও ফিরিয়ে আনবে—ইনশাআল্লাহ।”



