সোনারগাঁয়ে গিয়াসউদ্দিনের গণসংযোগ শুরু
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন ধানের শীষের পক্ষে দিনভর গণসংযোগ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পথসভা ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগে গিয়াসউদ্দিন বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ের জন্য আমরা মাঠে নেমেছি। সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনে ধানের শীষকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন, সোনারগাঁয়ের শিক্ষা, উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবেন।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, যুবদল নেতা সহিদুর রহমান স্বপন, সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন রনি, স্বেচ্ছাসেবক দলের নাসির উদ্দিন নাসিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
সূত্র জানায়, সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে গণসংযোগ চালানো হবে। এ কর্মসূচি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।



