নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন না থাকায় বিষাক্ত সাপের কামড়ে পপি (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পপি ওই গ্রামের পারভেজের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে খাট থেকে নামার সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। মুহূর্তেই ক্ষতস্থানে রক্ত বের হতে শুরু করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে সাপের ভ্যাকসিন না থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



