নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর ও হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী (২৭) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত হাবিবুর রহমান রিপন (৩২) দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে প্রেম, পরকীয়ার প্রলোভন ও অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি রিপনের পরিবারকে জানানো হলে উল্টো ওই নারীকে অপমান ও ভয়ভীতি দেখানো হয়।
ভুক্তভোগীর দাবি, গত ১৪ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সোনারগাঁও পৌরসভার দরপত ঠোটালিয়া এলাকায় নিজ বাড়ির সামনে রিপন তাকে অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে রিপন তার চুলের মুঠি ধরে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে পাশের ইট দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে লক্ষ্যভ্রষ্ট হয়ে তার মুখে লাগে, এতে তিনি রক্তাক্ত জখম হন।
তিনি আরও জানান, এসময় চিৎকার করলে রিপন হুমকি দেয় যে, তার চাহিদা পূরণ না করলে ভুক্তভোগীকে বাড়ি থেকে তুলে নিয়ে বড় ধরনের ক্ষতি করা হবে।
ঘটনার পর ভুক্তভোগী নারী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।



