নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মুন্নি আক্তার (১৪)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শরীরের প্রায় ২৮ শতাংশ দগ্ধ হওয়ায় মুন্নি গত সোমবার রাতে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এর আগে গত ৪ সেপ্টেম্বর ভোরে সিলিন্ডারের লাইনে লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাদের সবাইকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে ৭ সেপ্টেম্বর মানব চৌধুরী এবং পরদিন ৮ সেপ্টেম্বর বাচা চৌধুরী মারা যান।
বর্তমানে মুন্নির দুই বোন— তন্নি ও মৌরি— এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “একই পরিবারের তিনজনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনায় কারও গাফিলতি থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



