পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পাঁচ ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সাদিপুর, কাঁচপুর, সনমান্দি, পিরোজপুর ও শম্ভুপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন নাসির, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য শফিক দেওয়ান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়নসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক হাসান লেলিন এবং সঞ্চালনা করেন উপজেলা কমিটির সদস্য এজাজ।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা স্পষ্টভাবে জানান, অতীতে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তাদের কোনোভাবেই স্বেচ্ছাসেবক দলের কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে না।
বক্তারা আরও বলেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী ও সুশৃঙ্খল সংগঠনে রূপ দিতে হবে। এজন্য তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে এবং যাচাই-বাছাই করে নতুন কমিটি গঠন করা হবে। এ সম্মেলনের মাধ্যমে সোনারগাঁয়ে বিএনপির রাজনীতি আরও সুসংগঠিত হবে বলে স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন।



