নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের হাতে বিএনপির ৩১ দফার বুকলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের দবির উদ্দিন ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ে এ বুকলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন,
“আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের হাতে রাষ্ট্র সংস্কারের রূপরেখা পৌঁছে দেওয়া তাদের মধ্যে সচেতনতা জাগাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে। দেশ আজ ভয়াবহ সংকটে নিমজ্জিত। দুর্নীতি, দুঃশাসন ও গণতন্ত্র হত্যার কারণে মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দেশনেতা তারেক রহমান যে ৩১ দফার রূপরেখা দিয়েছেন, সেটি বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশে সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। ছাত্রসমাজকে এই দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।”
বুকলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রেজওয়ান উদ্দিন ভুঁইয়া, কানন মেম্বার, ইউনিয়ন বিএনপি নেতা আবদুল খালেক, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিক ভূঁইয়া, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব সাউদ, সম্পাদক প্রার্থী সোহেল আরমান, স্বেচ্ছাসেবক দল নেতা খোকা মোল্লা, বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব, সহ-সভাপতি মাহবুব হোসেন লিমান, সাদিপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সোহান সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।



