নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৬টার দিকে সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আষারিয়ারচর এলাকার মেঘনা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করেন।
এসময় ঢাকা মেট্রো-ব-১১-৭৭০৭ নম্বরের একটি সিডিএম বাসকে তল্লাশির জন্য সংকেত দিলে হঠাৎ এক নারী যাত্রী বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। পরে মহিলা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মোসাঃ জেসমিন (৩৪)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কালিকাপুর ইউনিয়নের জামপুর গ্রামের মৃত হাফেজ মিয়ার মেয়ে ও জামাল মিয়ার স্ত্রী। তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটক আসামিকে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।



