নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার দৌলরবাগ এলাকায় কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ আবাসিক গ্যাস লাইন বিচ্ছিন্ন করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার সকাল থেকে এলাকার শতাধিক পরিবারের ঘরে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে রান্নাবান্না ও নিত্যপ্রয়োজনীয় কাজে চরম বিপাকে পড়েছেন তারা।
স্থানীয়রা জানান, হঠাৎ গ্যাস না থাকায় শিশু ও বৃদ্ধদের খাবার তৈরি করতে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। অনেকেই বাধ্য হয়ে বাজার থেকে রান্না করা খাবার কিনে খাচ্ছেন। এতে ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগীরা।
একজন বাসিন্দা অভিযোগ করে বলেন, “কোনো ধরনের নোটিশ ছাড়া গ্যাস বন্ধ করা অমানবিক। অন্তত আগে জানালে বিকল্প ব্যবস্থা নিতে পারতাম।”
এলাকাবাসীর অনেকে জানান, বিকেলে এ ঘটনায় তারা বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানির কোনো কর্মকর্তা প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। তবে অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, লাইনের অনিয়মিত ব্যবহার ও বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে থাকতে পারে।
অন্যদিকে, সোনারগাঁ জোনাল ম্যানেজার বলেন, পৌর এলাকার আশপাশে কোনো গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালিত হয়নি। কী কারণে দৌলরবাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে—তা জানার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে গ্যাস সংযোগ চালু করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার আগে যথাযথ নোটিশ প্রদান নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।



