নিউজ সোনারগাঁ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্দিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। এসময় দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও দোয়া চান তিনি।
গণসংযোগে সঙ্গী ছিলেন সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসদুজ্জামান মোল্লা, পিরোজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কবির হোসেনসহ স্থানীয় জামায়াতের অসংখ্য কর্মী-সমর্থক।
প্রচারণাকালে ড. ইকবাল বলেন,
“দেশের মানুষ এখন বুঝে গেছে—কাদের হাতে সকল ধর্মের মানুষ নিরাপদ। আল কোরআনের সমাজ ও রাষ্ট্র কায়েমের লক্ষ্যে প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। তাই বৃষ্টির দিনেও মানুষের দ্বারে দ্বারে ছুটছি। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।”
তিনি আরও বলেন,
“৫ আগস্টের পর থেকে যেকোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক শক্তির দ্বারা সাধারণ মানুষের ক্ষতি বা অন্যায় হলে তার প্রমাণ সংরক্ষণ করতে হবে। আমি নির্বাচিত হলে সোনারগাঁয়ের প্রতিটি মজলুমের পাশে দাঁড়াব, তাদের অধিকার ফিরিয়ে দেব।”
ড. ইকবাল হোসাইন ভূঁইয়া জোর দিয়ে বলেন,
“সোনারগাঁয়ে যত প্রভাবশালী বা ক্ষমতাধর ব্যক্তিই থাকুক না কেন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। জামায়াতে ইসলামী সাধারণ মানুষের প্রতিশ্রুতির জায়গা থেকে রাজনীতি করছে।



