নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বলেছেন, “আমি কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি, চাঁদাবাজির রাজনীতিও করিনি। যতদিন ক্ষমতায় ছিলাম, মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। আর যতদিন বেঁচে থাকবো, মানুষের সেবা করে যেতে চাই।”
শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজ শেষে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “প্রত্যেকের উচিত ঈমান ও আকিদার ভেতর থেকে কাজ করা, পিতা-মাতার সেবা করা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা।”
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি বলেন, “আমি কোনো পূজামণ্ডপে অনুদান দিই না, তবে দেশের ও ইসলামের নিয়ম মেনে অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সহায়তায় সর্বদা পাশে থাকি।”
এসময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।



