নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আগামীকাল শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জরুরি রক্ষণাবেক্ষণ ও রাইট অফ ওয়ে কাজের জন্য বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিদ্যুৎ না থাকার আওতায় থাকা এলাকাগুলো হলো— উপজেলা পরিষদ, হাসপাতাল, থানা, বাড়ি মজলিস, চিলারবাগ, পার্কের মোড়, কোম্পানীগঞ্জ, দৈলেরবাগ, হাতকোপা, মিন্দিভিটা, পৌর ভবনাথপুর, ভট্টপুর, ভবনাথপুর, রতনপুর, চর ভবনাথপুর, জিয়ানগর, ভাটিবন্ধর, উদ্ধবগঞ্জ, সাহাপুর ও বৈদ্যেরবাজার এলাকা।
এসময় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে জানানো হয়, “রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করছি।”



