নিউজ সোনারগাঁ : ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতিকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁও সরকারি কলেজে দিনব্যাপী কর্মবিরতি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, সোনারগাঁও সরকারি কলেজ ইউনিটের ব্যানারে কলেজের শিক্ষকরা কর্মবিরতিতে অংশ নেন। বেলা ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু সাইদ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক বদিউজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল ইসলাম হায়দার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মনির হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, গার্হস্থ্য অর্থনীতি বিভাগের খন্দকার দিল আফরোজ, ইংরেজি বিভাগের প্রভাষক আইনুল হাকিম, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক নিলুফা ইয়াসমিন, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক এলিজা আক্তার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নীগার আক্তার, পদর্শক মো. শামছুল হকসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষকদের ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও বর্ধিত করা হবে।
উল্লেখ্য, হামলার ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয় সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশের সব কলেজের নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করে। ফলে সেদিন সরকারি ও বেসরকারি কোনো কলেজেই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।



