নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীর তীরে একটি প্রভাবশালী মহলের চাপের মুখে শিল্পকারখানা নির্মাণ করতে পারছে না বলে অভিযোগ তুলেছে ডিবিএল গ্রুপ। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শিল্প প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা চাইছেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডিবিএল গ্রুপের পক্ষে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত কর্মকর্তা আলহাজ্ব আব্দুল মতিন। এসময় তার সাথে ছিলেন প্রতিষ্ঠানের আইন বিষয়ক কর্মকর্তা মেস্তফা করিম।
আব্দুল মতিন জানান, ডিবিএল গ্রুপ “গ্রীণ নিট ইন্ড্রাষ্ট্রি” নির্মাণের লক্ষ্যে ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে সোনারগাঁয়ের চর রমজান সোনাউলা মৌজার বিভিন্ন দাগ ও খতিয়ানে ৩৩ বিঘা জমি ক্রয় করে। এই জমির মূল্য ১ শ’ ৬৫ কোটি টাকা। কিন্তু গত জানুয়ারি মাস থেকে একটি প্রভাবশালী মহল আঁধারে ওই জায়গায় বালু ফেলে ভরাট করতে শুরু করে। এতে বাঁধা দিতে গেলে জনৈক মাসুম চেয়ারম্যান ও তার সহযোগীরা ডিবিএল গ্রুপের লোকদের হত্যার হুমকি দিয়ে এলাকায় প্রবেশে বাঁধা দেয়। সন্ত্রাসীদের দাবি এই জমি মেঘনা গ্রুপের নিকট বিক্রি করতে হবে। এমন অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা।#