দখল ও দূষণ থেকে নদীকে রক্ষার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে নারায়ণগঞ্জে “নদী বাঁচাও, বাঁচাও মানুষ, বাঁচাও দেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর তল্লা এলাকায় বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে পরিবেশবাদি সংগঠন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এর নারায়ণগঞ্জ জেলা শাখা।
সংগঠনটির জেলা শাখার সভাপতি কবি জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তারা নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে জানান, বাংলাদেশের ভূখন্ডে বর্তমানে ছোট বড় ৭শ’ নদী থাকলেও গত ২০ বছরে ১৭টি নদী পুরোপুরিভাবে মরে গেছে। এক সময়ের খর¯্রােতা এই নদীগুলো এখন মরা নদীতে পরিনত হয়েছে। বক্তারা বলেন, আমাদের দেশে বহমান ২২ হাজার ১শ’ ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যরে ৭শ’ নদী আমাদের প্রকৃতিক সম্পদ। নদী আমাদের মা। আমাদের বাঁচতে হলে নদীকে বাঁচাতে হবে। এক সময়ে নগর, বন্দর ও শহর প্রতিষ্ঠিত হয়েছে নদীকে কেন্দ্র করে। কিন্তু কালের বিবর্তনে বিভিন্ন শিল্প কারখানা দেশের নদীগুলোকে দখল ও দূষণ করে আমাদের প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করছে।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন জানান, নদীকে রক্ষার জন্য বাংলাদেশ নদী বাাঁচাও আন্দোলন নামের এই সংগঠনটি ১৭ দফা দাবী নিয়ে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনকে সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িলে দিতে পারলে আমাদের নদীগুলো রক্ষা করা যাবে। তাই নদী রক্ষার গুরুত্ব সম্পর্কে জ্ঞাণ অর্জন করতে শির্থীদেরকে তাগিদ দেন তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টির নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব আকরাম আলী শাহীন, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: জসিম উদ্দিন, প্রধান শিক্ষক সফিউল আলম খান, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মাসুদ খান।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে নদী বিষয়ক কবিতা, আবৃতি, সংগীত ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে গাছ ও বই বিতরণ করেন অতিথিরা।#