নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁও পৌরসভার নোয়াইল গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় স্থানীয়রা দুই ডাকাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। গতকাল রাতে তাদের আটক করে এলাকাবাসী।
আটককৃতরা হলেন—পৌরসভার রাইজদিয়া গ্রামের নায়েব আলীর ছেলে জাহের (৫৫) এবং রহমত আলীর ছেলে ইমন।
জানাগেছে,।গত রবিবার দিবাগত রাত ২টার দিকে ৮-১০ জনের একটি ডাকাতদল সোনারগাঁও পৌরসভার নোয়াইল গ্রামে ব্যবসায়ী মামুনের বাড়িতে হানা দেয়। তারা ঘরে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করে এবং আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করার চেষ্টা করে।
এ সময় মামুনের স্ত্রী মনি আক্তার ডাকাতদের বাধা দিলে তারা তাকে কুপিয়ে আহত করে। ডাকাতরা নগদ ২২ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ ও ৫টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। আহত মনি আক্তারকে পরে স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ জানান, সোমবার রাতে ডাকাতির পরের দিন মঙ্গলবার রাতে ডাকাতদল আবারও ওই এলাকায় ঘোরাফেরা করছিল। ডাকাতি হওয়া বাড়ির লোকজন তাদের চিনতে পারেন এবং এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া দেন। পালানোর চেষ্টা করলেও দুইজনকে আটক করা সম্ভব হয়, তবে বাকিরা পালিয়ে যায়।
স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলেও কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ করেছেন। পরে সকাল বেলায় থানা পুলিশের একটি টিম এসে আটক দুই ডাকাতকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।